ই-পেপার বুধবার ৮ জানুয়ারি ২০২৫
বুধবার ৮ জানুয়ারি ২০২৫
ই-পেপার

বুধবার ৮ জানুয়ারি ২০২৫

বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নতুন নির্বাহী পরিষদের অভিষেক
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৭:৪১ পিএম  (ভিজিট : ১৯৪)
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নির্বাচন কমিশন ২০২৪-এর চেয়ারম্যান প্রফেসর ড. এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার সদস্য ড. ফরিদুল আলম এর সঞ্চালনায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ২০২৫-২০২৬ নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ী হয়ে শপথ নেন সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত, সাধারণ সম্পাদক ড. দেবজিৎ রায় ও বিভিন্ন পদে নির্বাচিত সদস্যগণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শহীদুল আলম ঝিনুক, উপদেষ্টা পরিষদের সভাপতি এম এ মাহমুদুর রহমান, সাবেক সভাপতি হেলাল উদ্দিন আহমেদ ও ডুয়েট স্টুডেন্ট ফোরামের চট্টগ্রাম (গাংগচিল) এর সাধারণ সম্পাদক মাইমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। শপথবাক্য পাঠ করান সাবেক সভাপতি শহীদুল আলম ঝিনুক।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নবনির্বাচিত সভাপতি ও শিন শিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাত বলেন, বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর দেশের বিশেষত গাজীপুরের আর্থসামাজিক উন্নয়নে অনন্য অবদান রেখে চলেছে। নবনির্বাচিত নির্বাহী পরিষদ সমিতির কার্যক্রম আরও বেগবান করবে বলে আশা করি।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close