ই-পেপার বুধবার ৮ জানুয়ারি ২০২৫
বুধবার ৮ জানুয়ারি ২০২৫
ই-পেপার

বুধবার ৮ জানুয়ারি ২০২৫

বাবার ভুট্টা খেতে মিলল মেয়ের লাশ, লাপাত্তা পরিবারের লোকজন
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৬:২০ পিএম  (ভিজিট : ১০৬)
শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া গ্রামের একটি ভুট্টা খেত থেকে সাদিয়া বেগম (১৮) নামে এক বাকপ্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। 

নিহত সাদিয়া বেগম সাহাব্দীচর গ্রামের জনৈক জামাদার মিয়ার মেয়ে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সদর উপজেলার সাহাব্দীরচর গ্রামের কমর আলীর ছেলে জামাদার মিয়ার সাথে তার ভাইসহ একই গোষ্ঠীর অন্যান্যের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। রোববার রাতের কোন এক সময় বাকপ্রতিবন্ধী সাদিয়া বেগমকে তাদের বসতবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কে বা কারা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তারই বাবা জামাদার মিয়ার খেতে ফেলে রাখে। আজ (সোমবার) সকালে এলাকাবাসী সাদিয়ার লাশ দেখতে পেলে পরিবারের লোকজনকে খবর দেন। পরে শেরপুর সদর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে নিহত সাদিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করে এসআই তারেক জানান, এ ঘটনায় পর থেকে তার মা ছাড়া বাবা ও পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close