প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৯:১১ পিএম (ভিজিট : ৩৭০)

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ঋণ কার্যক্রমে যুক্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড খরণদ্বীপ পাল পাড়ার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ (রোববার) সকালে এ ঘটনা জানাজানি হওয়ার পর লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার সহ চারজনকে আসামি করে আজ (রোববার) বিকেলে বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত ওই নারী কর্মী শুক্লা দে টিকলি (৩৮) স্থানীয় সিদুল পালের স্ত্রী। এই দম্পতির ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
এদিকে, মামলায় তার (শুক্লা দে) মৃত্যুর জন্য আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করা হয়। মামলার আসামিরা হলেন- বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কাঞ্চন দেবনাথ (৪৫), প্রতিষ্ঠানের কর্মী নন্দন (৪০), চিনু বিশ্বাস (৪২) ও পলাশ নাথ (৪৩)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিয়েছি। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার এই মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার কানুনগোপাড়া এলাকায় রুপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানে ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন শুক্লা। কয়েক মাস ধরে লক্ষ্যমাত্রা পূরণের জন্য তাকে চাপ দেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঋণের কিস্তি আদায়ে ব্যর্থতার শাস্তি হিসাবে এক পর্যায়ে কেটে নেওয়া শুরু হয় তার বেতন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। গত ৫ আগস্টের পর এলাকার লোকজন কিস্তি পরিশোধ বন্ধ রাখেন। এতে বিপাকে পড়েন শুক্লা। কিন্তু কানুনগোপাড়া শাখার ম্যানেজার কাঞ্চন দেবনাথ কিস্তি আদায়ে শুক্লাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। এরপর সংস্থাটি শুক্লার মাসিক বেতন থেকে অনাদায়ী বিশাল অংকের কিস্তির টাকা কেটে নেওয়ার শর্তে বিষয়টি মীমাংসা করে।
নিহত শুক্লার স্বামী সিদুল পাল সাংবাদিকদের বলেন, গত নভেম্বর মাসে ১৫ হাজার টাকা বেতনের মধ্যে ৭ হাজার টাকা দেয়া হয়। ৬ হাজার টাকা কেটে রাখা হয়। এক পর্যায়ে শুক্লাকে প্রতিষ্ঠানের পটিয়ার ধলঘাট এলাকায় বদলি করা হয়। যেখানে কাজ করতে ইচ্ছুক ছিলেন না শুক্লা। শনিবার (৪ জানুয়ারি) সকালে চাকরিতে যায়নি শুক্লা। সকাল ১১টা পর্যন্ত ঘুমিয়ে ছিল। শনিবার রাতে রান্না ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শুক্লা।
খবর পেয়ে শনিবার রাতে থানা পুলিশ শুক্লার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার (৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
সময়ের আলো/আরআই