প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৮:১৯ পিএম (ভিজিট : ৩২০)
চাঁদপুরের মতলব উত্তরে ধনাগোদা নদীতে ভেসে থাকা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বেলতলী নৌ পুলিশ। রোববার (৫ জানুয়ারি) দুপুরে দাউদকান্দি উপজেলার বাজার খোলা গ্রামের এক পথচারী শ্রী রায়ের চর ব্রিজের ওপর থেকে লাশ নদীতে ভাসতে দেখে পুলিশকে অবহিত করে। পরে কালির বাজার লঞ্চ ঘাট সংলগ্ন দক্ষিণ দিকে নদীর মাঝখানে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।
বেলতলি নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বালা জানান, লাশের বয়স বুঝা যাচ্ছে না। তবে লাশের বয়স আনুমানিক ২৪/২৫ হবে। লাশের দুর্গন্ধ ছড়াচ্ছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, এ বিষয়টির ব্যাপারে অবগত আছি। তবে বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি কাজ করছে। বিকেলে মতলব উত্তর থানার ডোম এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। লাশের ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
সময়ের আলো/আরআই