প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৬:৩২ পিএম (ভিজিট : ২৪৮)
কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি থেকে নিখোঁজের পর প্রতিবেশীর ওয়ারড্রবের ড্রয়ারে পাওয়া গেলো সাড়ে তিন বছরের শিশু সাহালের মরদেহ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ভৈরব উপজেলা সদরের পঞ্চবটী নতুন রাস্তায় এলাকায় ভাড়াটিয়া হাসানের বাসার ওয়ারড্রবের ড্রয়ার থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাহাল উপজেলার কালিকাপ্রসাদ এলাকার কাতার প্রবাসী সানাউল্লাহ বাবুর ছেলে। এ ঘটনায় ভাড়াটে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বাসিন্দা হাছান মিয়া (৩৮) ও নিহত শিশু সাহালের মা মোমেনা বেগমকে আটক করা হয়।
ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাছান সাহালকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে ধারণা পুলিশের।
পুলিশ ও স্বজনরা জানান, গতকাল (সোমবার) সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় সাহালের মা সাহালকে দুধ খাওয়ানোর জন্য খুঁজতে থাকে। ওই সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। রাত ১০টা পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রাতেই থানায় জিডি করা হয়। আজ (মঙ্গলবার) সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় পাশের বাসার ভাড়াটিয়া হাসানের রুম তালাবদ্ধ দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তালা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে ওয়ারড্রবের নিচে সাহালের জুতা পাওয়া যায়। পরে ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙ্গে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় সাহালের লাশ উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আরআই