ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

চালে ভয়াবহ সিন্ডিকেট, বাজারের অস্থিরতা দূর করতে হবে
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১:৪৭ এএম  (ভিজিট : ১৭২)

চালের সংকট না থাকলেও বাজারে চালের দামে চরম অস্থিরতা বিরাজ করছে। আমনের মৌসুম এখনও শেষ হয়নি। চালের মিলগুলোতে, পাইকারি বাজার কিংবা খুচরা বাজার, কোথাও চালের কোনো অভাবও নেই। তবু বাজারে চালের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সোমবার সময়ের আলোতে এসেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৭ থেকে ৮ টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগেও যে মিনিকেট চালের কেজি ছিল ৭৪ থেকে ৭৫ টাকা, এখন দাম বেড়ে হয়েছে ৮০ থেকে ৮২ টাকা। 

একই হারে অন্যান্য চালের দামও বেড়েছে। ভরা মৌসুম, ধান-চালেরও কোনো সংকট নেই, এরপরও চালের দাম বাড়ছে মূলত চাল সিন্ডিকেটের কারণে। আর এই চাল সিন্ডিকেট দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। 

এদিকে আগে থেকেই চালের দাম চড়া, নতুন করে দাম আরও বৃদ্ধি পাওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষের কষ্টের মাত্রাও আরও বেড়ে গেছে। অনেকেই এখন খাদ্যতালিকা কাটছাঁট করছেন। সাধারণ মানুষের দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকার চালের দাম কমাতে বেশ কয়েকটি ভালো উদ্যোগ নিলেও তা কার্যকর হচ্ছে না। কেন চালের দাম বাড়ছে তার সঠিক কারণ খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভোক্তারা।

দেশে ধান-চালের বাজারে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে কয়েকবার হাতবদল হয়। প্রতিবার হাতবদলের সময় যোগ হয় খরচ ও মুনাফা। এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি মুনাফা করে থাকেন চালকল মালিকরা। মৌসুমি ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে মজুদ করেন, এ তথ্য নতুন নয়। এ ধান সিন্ডিকেট করে মিলারদের কাছে বাড়তি দামে বিক্রি করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, দামে অস্থিরতার পেছনে রয়েছে মিলার, ধান-চালের মজুদদার, পাইকার ও বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী ‘সিন্ডিকেট’। মুনাফালোভী সিন্ডিকেট চালের মজুদ গড়ে তুলেছে। এরাই চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। এ কারণে ব্যর্থ হচ্ছে সরকারের ইতিবাচক সব উদ্যোগ। যদিও সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্টরা নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে।

বিশ্ববাজারে ভারত, ভিয়েতনাম ও থাইল্যান্ডে চালের দাম কমেছে। আমরা মনে করি, হঠাৎ করে চালের দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই। ভাতপ্রধান বাঙালি যদি তাদের চাহিদামতো চাল কিনতে না পারে, তবে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে। বিশেষ করে মোটা চালের দামবৃদ্ধি কোনোভাবেই যুক্তিসংগত নয়। কারণ দেশের স্বল্পআয়ের মানুষ মোটা চালনির্ভর। তাদের পরিবারে অধিকসংখ্যক পোষ্য থাকায় চালের পরিমাণও বেশি লাগে। মনে রাখতে হবে চালের দাম বেড়ে গেলে সবকিছুর দাম বেড়ে যায়। সুতরাং যে করেই হোক, চালের দাম নিয়ন্ত্রণে রাখতেই হবে। নিত্যপণ্যের বাজারের অস্থিরতা দূর করতে জোরালো তদারকি নিশ্চিত করা হবে, এটাই আমাদের প্রত্যাশা। 

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close