ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

থার্টি ফার্স্টে রাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৫ পিএম আপডেট: ৩০.১২.২০২৪ ১১:৩৭ পিএম  (ভিজিট : ১৩৫)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং সুশৃঙ্খল, নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে থার্টি ফার্স্টে বিশ্ববিদ্যালয় এলাকায় বিনা অনুমতিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ক্যাম্পাসের অভ্যন্তরে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে ৩১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে ১ জানুয়ারি ২০২৫ সকাল ৮টা পর্যন্ত বহিরাগতদের বিনা অনুমতিতে ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এছাড়া, টি.এস.সি.সি. চত্বরের পিঠার দোকানসমূহ ৩১ ডিসেম্বর বন্ধ থাকবে।

সুশৃঙ্খল, নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সময়ের আলো/আরআই 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close