প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১:২৪ এএম (ভিজিট : ১৭৮)
২০২৪ সাল ছিল বাংলাদেশি হাফেজদের জন্য বিশ্ব জয়ের এক অনন্য বছর। বিশ্বজুড়ে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজগণ নিজেদের মেধা ও প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ বছর ছয়জন বাংলাদেশি হাফেজ বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা ও কুরআনের প্রতি গভীর নিষ্ঠার প্রমাণ দিয়ে শীর্ষস্থান অর্জন করেছেন।
তুরস্কে প্রথম মুয়াজ মাহমুদ : তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ মুয়াজ মাহমুদ। তিনি রাজধানী ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র। ৩০ অক্টোবর বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানের হাত থেকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন মুয়াজ মাহমুদ। এ ছাড়া চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। সে সময় হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।
মক্কায় তৃতীয় সালেহ আহমদ তাকরিম : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে তৃতীয় হয় বাংলাদেশের তাকরিম। আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও দেশের নাম উজ্জ্বল করেন কিশোর হাফেজ সালেহ আহমদ তাকরিম। মক্কার পবিত্র মসজিদুল হারামে ঘোষণা করা হয় সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম। যেখানে ৫টি শাখায় ১১১টি দেশের ১৫৩ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিটি শাখায় তিনজন করে মোট ১৫ জনকে পুরস্কৃত করা হয়েছে।
সেনেগালে প্রথম আবু রায়হান : সেনেগালে ১১তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪-এর আসরে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ আবু রায়হান। ৮ এপ্রিল সোমবার আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১তম বিশ্ব কুরআন প্রতিযোগিতা-২০২৪-এর আসরে বিশ্বের উল্লেখযোগ্য ২৮টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করে। সেনেগালের স্থানীয় সময় রোববার রাত ১০টায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ, দ্বিতীয় স্থান অর্জন করে মিসর এবং তৃতীয় স্থান অর্জন করে সেনেগাল। প্রথম পুরস্কার জয়ী বাংলাদেশি হাফেজ আবু রায়হান পান ২০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ ২৯ হাজার টাকা), দ্বিতীয় পুরস্কার ১০ হাজার মার্কিন ডলার, তৃতীয় পুরস্কার তিন হাজার ডলার।’
ইরানে প্রথম বশির আহমেদ : ইরানে অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য আয়োজিত অষ্টম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশি হাফেজ বশির আহমেদ। চলতি সপ্তাহে ইরানের শিক্ষা মন্ত্রণালয় এবং আওকাফ ও দাতব্য বিষয়ক সংস্থা যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ইরানের ৪০তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার সঙ্গে মিল রেখে একযোগে শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কুরআন তেলাওয়াত ও হিফজ, অর্থাৎ সম্পূর্ণ কুরআন মুখস্থ করার পৃথক দুটি বিভাগে অংশগ্রহণ করে ছেলে ও মেয়েরা। হাফেজ বশির আহমদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তার বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ।
কুয়েতে প্রথম আনাস মাহফুজ : কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। ৮ থেকে ১২ বছরের ছিগারুল হুফফাজ (শিশু হাফেজদের গ্রুপ) গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি। আনাস মাহফুজ রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামির শিক্ষার্থী। ১৯ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। এতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হিসেবে হাফেজ আনাসের নাম ঘোষণা করা হয়।
মক্কায় প্রথম আনাস বিন আতিক : মক্কায় ৪৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে হাফেজ আনাস বিন আতিক। ২১ আগস্ট বুধবার রাতে সৌদি আরবে মক্কায় এশার নামাজের পর পবিত্র হারাম শরিফের ভেতর ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডে বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন। পুরস্কার ২ লাখ রিয়াল যা বাংলাদেশের ৬৫ লাখ টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজকীয় সৌদি সরকারের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে মক্কার ডেপুটি গভর্নর আল সাউদ বিন মিশাল বিন আবদুল আজিজ আল সাউদ, রাজকীয় সৌদি সরকারের ধর্মমন্ত্রী শেখ ডা. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখ, কাবা শরিফের ইমাম ডা. আবদুর রহমান আল সুদাইস, শেখ মাহের আল মুজেজাকলি, শেখ আবদুল্লাহ আবাদ আল জোহানি, শেখ তাওসারিসহ সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরএস/