ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

ফিরে দেখা ২০২৪
মুসলিম বিশ্বের আলোচিত বিষয়
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১:০৭ এএম  (ভিজিট : ২৩৮)
দেখতে দেখতে ২০২৪ সালের শেষ প্রান্তে উপনীত বিশ্ব। হাতছানি দিচ্ছে নতুন বছর। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে অনেকেই চোখ বুলাচ্ছেন ফেলে আসা দিনগুলোয়। মুসলিম বিশ্বের ইতিহাসে এ বছরও যুক্ত হয়েছে অনেক ঘটনা কীর্তি ও গৌরব। একই সঙ্গে বছরজুড়ে পুরো পৃথিবী উত্তপ্ত হয়ে ছিল যুদ্ধ, মৃত্যু আর সরকার পতনের আন্দোলনে। বাদ যায়নি প্রকৃতির রুদ্ররোষও। বিদায়ি বছরে মুসলিম বিশ্বে আলোচিত কিছু বিষয় তুলে ধরেছেন আরিফ খান সাদ

প্রভাবশালী পাঁচশ মুসলিমের তালিকা প্রকাশ
বর্তমান বিশ্বের শীর্ষ প্রভাবশালী পাঁচশ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানের আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ (আরআইএসএসসি)। ২০২৪ সালের ৭ অক্টোবর প্রকাশিত তালিকায় বিশ্বের শীর্ষ ৫০ মুসলিমের নাম ধারাক্রমে উল্লেখ করা হয়। এতে বিশ্বের প্রভাবশালী পাঁচশ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তালিকায় ৫০তম স্থানে আছেন ড. ইউনূস। তার সঙ্গে একই তালিকায় আছেন জর্ডানের বাদশা, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইমাম, কাতারের আমির, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, সৌদি আরবের প্রধান মুফতি, তালেবান প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দাজাদা ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের মতো ব্যক্তিত্বরা। এই প্রতিষ্ঠানটি ১৬ বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এ তালিকা প্রকাশ করে আসছে।

ইরান-ইসরাইল সংঘাত
১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়। প্রাণ হারান অন্তত ১৩ জন। মৃতদের মধ্যে ছিলেন তিন ইরানি সেনাকর্তাও। এই হামলার পেছনে ইসরাইলকে দায়ী করে তেহরান। লাগাতার সতর্কবার্তার পর ১৩ এপ্রিল ইসরাইলে একের পর এক মিসাইল ছুড়তে শুরু করে ইরান। সবমিলিয়ে ৩০০টি ক্ষেপণাস্ত্র হামলা হয়। ১৯ এপ্রিল ইসলামিক দেশটিকে পাল্টা মার দেয় ইসরাইলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের একাধিক শহর। ছড়িয়ে পড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক।

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু
১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। জানা যায়, আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আরস নদীর ওপরে একটি বাঁধ উদ্বোধন করার কথা ছিল রাইসির। সেই কর্মসূচিই ভয়ংকর বিপদ ডেকে আনে। একটি পার্বত্য অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর-পশ্চিম ইরানের একটি পাহাড়ে আছড়ে পড়ে এবং সব আরোহী নিহত হন।

লেবাননে ইসরাইলি হামলা
১৯ সেপ্টেম্বর পেজার বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন। প্রাণ যায় অন্তত ৫০০ জনের। আহতের সংখ্যা ৪ হাজার পেরিয়ে যায়। এই ঘটনার পরদিন থেকেই লেবাননে হামলা শুরু করে ইসরাইল। ২৭ সেপ্টেম্বর ইসরাইলি সেনার অভিযানে নিহত হন হাসান নাসরুল্লাহ। কয়েক দিনের মধ্যেই তার উত্তরসূরি হাশেম সাফেদ্দিনকেও খুন করে ইসরাইল।

গাজা যুদ্ধের এক বছর
৭ অক্টোবর। দীর্ঘ ইসরাইলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় হামাস। প্রাণ হারান অন্তত দেড় হাজার মানুষ। ২৫০ জনকে অপহরণ করে গাজা ভূখণ্ডে নিয়ে যায় হামাস। তারপরই অপারেশন ‘আয়রন সোর্ড’ শুরু করে ইসরাইলি ডিফেন্স ফোর্সেস বা ইসরাইলের সেনা। বোমার আঘাতে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৪৬ হাজার ফিলিস্তিনি। নিহত শতাধিক ইসরাইলি সেনাও। রাষ্ট্রসংঘসহ আন্তর্জাতিক মহলে তুমুল সমালোচনার মুখে পড়লেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। এক বছর পূর্ণ হলেও মেলেনি রফাসূত্র। এর মধ্যেই ১৭ অক্টোবর ইসরাইলের হামলায় খতম হয় নয়া হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার।

বাশার-আল আসাদের পতন
২৭ নভেম্বর সিরিয়ার গৃহযুদ্ধ ভয়ংকর রূপ নেয়। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে আলেপ্পো দখলে নেয় বিদ্রোহীরা। তারপর একে একে দারা, হোমসের মতো গুরুত্বপূর্ণ শহর দখল করার পর ৮ ডিসেম্বর রাজধানী দামাস্কাসে পৌঁছায় বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার-আল আসাদের বাহিনীকে পিছু হঠতে বাধ্য করে তারা। পতন ঘটে আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের।

ইসমাইল হানিয়ার মৃত্যু
৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলায় শহিদ হন ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। হামাস জানায়, তেহরানে ইসরাইলের জায়নবাদীদের হামলায় নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। ইরানের নতুন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসমাইল হানিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তারা আরও জানায়, এই হামলায় ইসমাইল হানিয়ার দেহরক্ষীদের একজনও নিহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরও জানায়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার তেহরানের বাসভবনে হামলা চালানো হয় এবং এতে তিনি ও তার এক দেহরক্ষী নিহত হন।

ইয়াহয়া সিনওয়ারের মৃত্যু
১৬ অক্টোবর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার রাফাহ শহরে একটি অভিযানের সময় হামাস প্রধান ইয়াহয়া সিনওয়ারকে হত্যা করে। আইডিএফের ৮২৮তম বিসলামাক ব্রিগেডের সৈন্যরা রাফাহর তেল আল-সুলতান এলাকায় টহল দেওয়ার সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় এবং তাদের লক্ষ্য করে গুলি চালায়। একজন ব্যক্তি পাশের একটি ভবনে আশ্রয় নেন, যা পরে ট্যাঙ্কের গোলাবর্ষণে আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে ড্রোনের মাধ্যমে দেখা যায় যে একজন ব্যক্তি আহত অবস্থায় ভবনের ভেতরে রয়েছেন। পরের দিন আইডিএফ ওই ভবনে সিনওয়ারের মৃতদেহ শনাক্ত করে।ইয়াহিয়া সিনওয়ার ছিলেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান নেতা। তিনি ২০১৭ সাল থেকে গাজা উপত্যকায় হামাসের নেতৃত্ব দিয়ে আসছিলেন। সিনওয়ার ১৯৬২ সালে গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন এবং তার জীবনের একটি বড় অংশ ইসরাইলি কারাগারে কাটিয়েছেন।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close