ই-পেপার শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

আলোচিত পাঁচ বই
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১:০৯ এএম  (ভিজিট : ১৬০)
দেখতে দেখতেই ফুরিয়ে এলো আরও একটি বছর। বাংলাদেশসহ পুরো পৃথিবীতেই নানা ঘটনা-আলোচনার জন্ম দিয়েছে। অন্যান্য জিনিসের মতো কিছু কিছু বইও আলোচিত ছিল বছরজুড়ে। কিছু আলোচনার ঢেউ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বজুড়ে। কিছু বই আলোচিত হয়েছে নির্দিষ্ট ভূখণ্ডে। নিচে তেমনই পাঁচটি বই নিয়ে কথা বলব-

আনটিল আগস্ট
গ্যাব্রিয়েল গর্সিয়া মার্কেস
২০২৪ সালের ৬ মার্চ প্রকাশিত গ্যাব্রিয়েল গর্সিয়া মার্কেসের অপ্রকাশিত উপন্যাস ‘আনটিল আগস্ট’। নোবেল বিজয়ী এই কলম্বিয়ান স্পেনিশভাষী লেখককে বিংশ শতাব্দীর একজন অন্যতম লেখক হিসেবে ধরা হয়। গ্যাব্রিয়েল গর্সিয়া মার্কেস পাঠকের কাছে গাবো নামেও সমাধিক পরিচিত। গাবো ২০১৪ সালে মারা যান। ৬ মার্চ ছিল তার ৯৭তম জন্মদিন। তার জন্মদিনকে সামনে রেখে এই বই প্রকাশ করা হয়। ফলে স্বভাবতই পাঠকের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই বই। বইয়ের মুখবন্ধ লিখেছেন গ্যাবোর সন্তান রড্রিগো এবং গনজালো গর্সিয়া বার্কা। বইয়ের কাহিনি গড়ে উঠেছে আনা মাগদালিনা বাচকে নিয়ে। ২৭ বছরের দাম্পত্য জীবন আনার। প্রতি বছর আনা তার মায়ের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসে এবং প্রতিবারই নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

অরবিটাল
সামান্থা হার্ভে
এ বছর বুকার পুরস্কার লাভ করেছেন যুক্তরাষ্ট্রের লেখক সামান্তা হার্ভে। তিনি ‘অরবিটাল’ উপন্যাসের জন্য এই পুরস্কার লাভ করেন। স্বভাবতই উপন্যাসটি নিয়ে ছিল পাঠকের অন্যরকম আগ্রহ। মহাকাশচারীদের নিয়ে লেখা হয়েছে এই উপন্যাসটি। ১৩৬ পৃষ্ঠার এই বইটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ত বই। তা ছাড়া মহাকাশ নিয়ে লেখা কোনো উপন্যাস প্রথম এই পুরস্কার পেল। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই উপন্যাসে। করোনাকালের লকডাউনের সময় এই উপন্যাসের বেশিরভাগ লিখেছেন হার্ভে। ‘অরবিটাল’ সামান্থা হার্ভের পঞ্চম উপন্যাস। তার প্রথম উপন্যাসের নাম ‘দ্য ওয়াইল্ডারনেস’।

সেলেডোনিয়ান রোড
ও’হাগান
২০২৪ সালে বিবিসি কালচারের সেরা বইয়ের শুরুতেই রয়েছে ‘সেলেডোনিয়ান রোড’ বইয়ের নাম। লেখক ও’হাগান। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র স্কট ক্যাম্পবেল ফ্লিন একজন লেখক এবং শিক্ষাবিদ। উপন্যাসে একটি রাজপরিবার থেকে শুরু করে মানব পাচারকারী এবং আরও অনেক চরিত্রের মুখোমুখি করিয়েছেন লেখক। এই উপন্যাসটিকে আধুনিক লন্ডন সম্পর্কে লেখা ‘ড্রামাটিক’ এবং ‘এপিক’ উপন্যাস বলা হয়। ও’হাগান ২০২০ সালে ‘মেফ্লাইস’ উপন্যাসের জন্য ‘ক্রিস্টোফার ইশারউড’ পুরস্কার লাভ করেছিলেন। সেলেডোনিয়ান রোড ও’হাগানের সবচেয়ে উচ্চাভিলাষী উপন্যাস।

দ্য ভেজিটেরিয়ান
হ্যান কাং
প্রতি বছরের মতো অক্টোবরে এসে যখন সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তের নাম ঘোষণা করা হয় স্বভাবতই পুরস্কারপ্রাপ্ত লেখকের দিকে সবাই একটু ঘাড় ঘুরিয়ে তাকায়। তাকে ঘিরে আকর্ষণ তৈরি হয়। হওয়াটাই স্বাভাবিক। এবার সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন কোরিয়ান লেখক হ্যান কাং। ফলে তার এবং তার লেখা বইপত্তরের দিকেও মানুষের আগ্রহ বেড়ে ওঠে। হ্যান কাংয়ের যে বইটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে, সেটি হলো ‘দ্য ভেজিটেরিয়ান’। উপন্যাসটি প্রকাশিত হয়েছে ২০০৭ সালে দক্ষিণ কোরিয়ায়। উপন্যাসে ইয়েং-হাইয়ের গল্প বলা হয়েছে। যিনি পশু হত্যার স্বপ্ন দেখার পর মাংস খাওয়া বন্ধ করে দেন। ফলে তাকে পরিবার এবং সমাজ থেকে দূরে তাকে সরে যেতে হয়। উপন্যাসটি তিনটি ভাগে বিভক্ত। হ্যান কাং নোবেল পাওয়ার আগেই ‘দ্য ভেজিটেরিয়ান’ বাংলাদেশে অনূদিত হয়েছে। তবে নোবেল পুরস্কার পাওয়ার আরও কয়েকজন অনুবাদক এই উপন্যাসটিকে অনুবাদ করেছেন।

পদ্মজা
ইলমা বেহরোজ
এবার একটু বাংলাদেশের বইপাড়ার দিকে নজর দেওয়া যাক। ‘পদ্মজা’ বইটি প্রকাশিত হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। বইটি বিভিন্ন অধ্যায় পড়ে পাঠক-পাঠিকার মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বিশেষ করে কিশোর-কিশোরী পাঠকদের মাঝে উপন্যাসটি বেশ প্রভাব ফেলে। ২০২৪ বইমেলা প্রকাশিত হওয়ার পর এ পর্যন্ত এর সাতাশটি মুদ্রণ হয়েছে। এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে গ্রামের মেয়ে পদ্মজাকে নিয়ে। পদ্মজার পারিবারিক এবং সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রম করে আত্মপ্রতিষ্ঠা লাভের সংগ্রামই এর মূল উপজীব্য। অবশ্য বইটি নিয়ে পাঠকের ইতিবাচক মন্তব্যের পাশাপাশি বেশ কিছু নেতিবাচক মন্তব্য দেখা যায়।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close