ই-পেপার শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

দেশের হয়ে খেলতে চান যুক্তরাষ্ট্রের জায়ান
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৩ এএম  (ভিজিট : ১৫৪)
বাংলাদেশের ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা লেস্টারসিটির হামজা চৌধুরী নাম লেখানোর পর যেন জোয়ার বইছে। একের পর এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের নাম ভাসছে বিভিন্ন মাধ্যমে। অবশ্য হামজার আগেও লাল-সবুজের জার্সিতে দেশের হয়ে লড়তে নেমেছেন জামাল ভূঁইয়ারা। তাদের দেখে আরও কয়েকজন প্রবাসী ফুটবলার বাফুফের সঙ্গে যোগাযোগ করে আসছেন। তারাও খেলতে চান স্বদেশের হয়ে।

বৃহস্পতিবার বিকালে বাফুফেতে হাজির হন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। এ সময় তিনি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারীর সঙ্গে দেখা করেন। ২০ বছর বয়সি এই তরুণের সঙ্গে ছিলেন বাবা শরিফ আহমেদ। তিনিও ছিলেন ফুটবলার। নব্বই দশকের শুরুতে তখনকার শীর্ষ লিগ ঢাকা প্রথম বিভাগ ফুটবলে ইস্কাটন সবুজ সংঘের হয়ে খেলেছেন দুই বছর। বাবার হাত ধরেই ফুটবলের হাতেখড়ি জায়ানের। লেফট ব্যাকে খেলা এই তরুণ ভার্জিনিয়ার জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের হয়ে স্পেন, ডেনমার্কসহ ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে অনুশীলন করেছেন এবং টুর্নামেন্টও খেলেছেন।

বাফুফেতে ট্রায়াল দিয়ে আবারও ফিরবেন যুক্তরাষ্ট্রে। যদি সব ঠিকঠাক থাকে তা হলে জায়ানকে অনূর্ধ্ব-২৩ দলের জন্য ডাকা হবে বলে জানানো হয়। তবে আগামী বছর আগস্টের আগে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প হওয়ার সম্ভাবনা কম। ফলে বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্নপূরণে জায়ানকে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close