ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন (২৪) ছিলেন একজন দক্ষ কর্মী। দক্ষ কর্মীর সুবাদে তাকে সম্প্রতি সিলেট থেকে নিয়ে এসে রাজধানীর তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়। কর্ম দক্ষতার কারণে দুই বছর চাকরি জীবনে স্থান করে নিয়েছেন ফায়ার সার্ভিস স্পেশাল টিমে। সর্বশেষ বুধবার দিবাগত রাতে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হন নয়ন। নয়নের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার থেকে শুরু করে সহকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ২ টা ৫ মিনিটের দিকে ফায়ার ফাইটার নয়নের জানাজা অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিসের সদরদপ্তরের প্রাঙ্গণে।
দেশের পতাকায় মোড়ানো ফায়ার ফাইটার নয়নের মরদেহ যখন ফায়ার সার্ভিস সদর দপ্তর প্রাঙ্গণে রাখা হয় তখন এক শোকের ছায়া নামে। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ফায়ার সার্ভিসের মাঠ পর্যায়ের কর্মীদের চোখ তখন অশ্রুসিক্ত। জানাজার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ফায়ার সার্ভিসে সদর দপ্তরে উপস্থিত হয়ে ফায়ার ফাইটার নয়ন কে শ্রদ্ধা জানান।
এরপর ফায়ার সার্ভিসের সদরদপ্তরে জানাজায় অংশ নিতে আসা নয়নের চাচাতো ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমার ভাই এভাবে চলে গেল যে আর ফিরে আসবেনা কখনো। তার সঙ্গে দেখা করার কথা ছিল আমার কিন্তু আর শেষ দেখা হলো না। তার এই অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এত যুদ্ধ করতে গিয়েছিল কিন্তু যুদ্ধ শুরুর আগেই সেই নির্মমভাবে দুর্ঘটনায় নিহত হলো। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন কাজ করছিল তখন যদি পুলিশ রাস্তা বন্ধ করে দিত তাহলে আমার ভাইকে এভাবে আর মরতে হতো না। আমরা আশা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সময়ে এ বিষয়ে ব্যবস্থা নিবে যাতে করে নয়নের মত আর কারো মৃত্যু না হয়।

জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজ শেষ রাতে আমাদের ফায়ার ফাইটার নয়ন শেষ রাতে দুর্ঘটনা ইন্তেকাল করেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তার বয়স ছিল কম, মাত্র ২৪ বছর। মাত্র দুই বছর চাকরি করেছে। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। দুই ভাই বোনের মধ্যে নয়ন ছিল ছোট। সিলেটে তার পোস্টিং ছিল, কিছুদিন আগে ঢাকা এসেছে। সে ভালো ফায়ার ফাইটার ছিল, তাই স্পেশাল টিমের জন্য তাকে আনা হয়েছিল।
গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগার পরেও ট্রাক কেন ওখান দিয়ে যেতে দেওয়া হলো, যে ট্রাকের ধাক্কায় ফায়ার ফাইটার মারা গেলেন। এটা কি ব্যর্থতা কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলব ব্যর্থতাই। কারণ ট্রাক ওইখানে চলাচল করতে দেয়া উচিত ছিল না। তবে আমরা ট্রাক চালককে ধরে ফেলেছি। তাকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো।
সময়ের আলো/এএ/