গজারিয়ায় বিএনপি নেতা মুজিবুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ২:০৪ পিএম (ভিজিট : ২২০)
মুন্সীগঞ্জের গজারিয়ায় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইমামপুর ও ভবেরচর ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ্ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ রতন প্রমুখ।
আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন আহম্মেদ এর নির্দেশ মোতাবেক আজকে গজারিয়া উপজেলার দুটি ইউনিয়নে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে বাকি ছয়টি ইউনিয়নের খেটে খাওয়া মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এসময় গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে উপকার ভোগীরা বলেন, বিএনপি নেতা মুজিবুর রহমান সব সময় আমাদের পাশে থাকার চেষ্টা করেন। বিভিন্ন উৎসবে তিনি মানুষকে সাহায্য-সহযোগিতা করেন।
সময়ের আলো/এএ/