প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১:৪৬ পিএম (ভিজিট : ১৫৪)
জন প্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বাতিল ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবীতে সারা দেশের ন্যায় পাবনায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিসিএস জেনারেল এডুকেশন এসোশিয়েশন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাবনা সদর উপজেলার সকল সরকারি কলেজের শিক্ষকেরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- পাবনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আশরাফ আলী, ড. মো: শফিকুল ইসলাম, মো: কামরুজ্জামান, মো: আলী আজমল, মো: কাওছার হোসেন, মো: শফিউল আলম ও মো: খাইরুল ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন প্রশাসন সংস্কার কমিশন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে যে বাতিলের সুপারিশ করেছেন তারা তার তীব্র প্রতিবাদ জানান। এছাড়াও উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করার সুপারিশ করেন। অবিলম্বে তাদের এই দাবী না মানা হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেন।
সময়ের আলো/এএ/