সচিবালয়ের একটি ফটক খুলে দেওয়া হয়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৬ এএম (ভিজিট : ১৫০)
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে সচিবালয়ের সব গেট বন্ধ ছিল। তবে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য একটি গেট খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেট খুলে দেওয়া হয়। গেট খুলে দিলে বাইরে অপেক্ষমাণ কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন।
আগুন লাগার ঘটনায় আজ সকালে সচিবালয়ের সব কটি গেট বন্ধ রাখা হয়। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা আসতে শুরু করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৯টি করা হয়। ছয় ঘণ্টার চেষ্টায়, বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সময়ের আলো/এএ/