বিয়ে
দীর্ঘদিন প্রেমের পর গত ১২ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তার বর আবু সাইয়িদ রানা একজন চিত্রনাট্যকার। ১০ জানুয়ারি মৌসুমী হামিদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এর এক দিন পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
১২ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোটপর্দার অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান। তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বিয়ের বেশ কয়েক দিন আগে থেকেই তাদের পরিচয় ছিল। বিয়ের আয়োজন হয় দুই পরিবারের সম্মতিতে।
জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। গত ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা।
১৪ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। তারা বিয়ের আয়োজন তিন মাস আগে ঘরোয়াভাবে সেরেছেন বলে জানান।
১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী স্পর্শিয়া। তার বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন পড়াশোনার জন্য দেশের বাইরে থাকেন এবং একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক হিসেবে কর্মরত আছেন।
২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের কথা জানান ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম।
২১ জুন বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তার বর সালমান আরাফাত অভিনয়শিল্পী।
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিয়ে করেছেন ১৭ জুন। তার বর আজমান নাসির পেশায় ব্যবসায়ী হলেও অভিনয়ও করছেন। চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে দেখা গেছে তাকে।
নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন ১০ অক্টোবর। ঘরোয়াভাবে বিয়ে হয় এই নায়িকার। তার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল।
চলতি বছরের ২৮ অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। তার স্বামীর নাম সৈয়দ হক। অভিনেত্রী জানান, গত ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা।
গত ২৮ নভেম্বর বিয়ে করেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। তার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
৬ ডিসেম্বর বিয়ে করেছেন অভিনেত্রী তানজিকা আমিন। তার বরের নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন তিনি। ২০১৮ সাল থেকে দুজনার পরিচয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।
১৬ ডিসেম্বর বিয়ে করেন অভিনেত্রী শারমিন জোহা শশী। তার স্বামী খালিদ হোসেন অভি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত।
বিচ্ছেদ
আরিফিন শুভ-অর্পিতা
সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। আরিফিন শুভর সঙ্গে ফ্যাশন ডিজাইনার অর্পিতা বিয়ের পিঁড়িতে বসেন ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি।
মাহি-রাকিব
চলতি বছরের একেবারে শুরুতে ডিভোর্সের ঘোষণা দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মহম্মদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। এ সম্পর্ক ২০২১ সালে ভেঙে দিয়ে সে বছরই ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু হঠাৎই চলতি বছর ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।