কালোবাজারি সিন্ডিকেটের পতন হয়নি: ডা. ইরান
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৩১ পিএম (ভিজিট : ৭২)
দ্রব্যমুল্যের পাগলা ঘোড়া সাধারণ মানুষের জীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ। আওয়ামী লীগের পতন হলেও কালোবাজারি সিন্ডিকেটের পতন হয়নি, শুধু হাতবদল হয়েছে। সরকার ও প্রশাসনের নির্লিপ্ততার কারণে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের দুঃসহ অমানবিক আর্তনাদে আল্লাহর আরশ কেঁপে উঠছে। অন্যদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আওয়ামী ফ্যাসিবাদী ও তাদের দোসরদের দিয়ে সরকার নতুন রাজনৈতিক দল করার অপতৎপরতায় জড়িয়ে পড়েছে। সরকারের উপদেষ্টা পরিষদ ও সমন্বয়কারীরা রাজনীতি ও রাজনৈতিক শক্তির বিরুদ্ধে বিষবাষ্প ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদের পতনের মাধ্যমে জনগনের নতুন স্বপ্নকে চুরমার করতে এক-এগারোর অপশক্তি নতুন খেলায় মেতে উঠেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির উদ্যোগে অগ্রণী ব্যাংক চত্বরে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, নিত্যপন্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগন দিশেহারা। সরকারের কোন পদক্ষেপই কালোবাজারি সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে পারছে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকার পুনঃবহাল করে ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির সভাপতি মোঃ লোকমান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, এডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, মহানগর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, ঢাকা মহানগর আহবায়ক রায়হান উদ্দিন সনি ও সদস্য সচিব মোঃ সিয়াম মোল্লা প্রমুখ।