ই-পেপার শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৭ পিএম  (ভিজিট : ২০৮)
পাকিস্তানে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে তার পরিচয়পত্র (লেটার অব কনফারেন্স) পেশ করেছেন গত মঙ্গলবার।

ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ইসলামাবাদে রাষ্ট্রপতির বাসভবন 'আইওয়ান-ই-সদর' এ ঐতিহ্যবাহী মর্যাদাপূর্ণ কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে মঙ্গলবার পরিচয়পত্র পেশ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় পাকিস্তানের পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব, চিফ অফ প্রটোকল উপস্থিত ছিলেন।

হাইকমিশনার পাকিস্তানের রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছালে দেশটির চিফ অফ প্রটোকল তাকে অভ্যর্থনা জানান। এসময় হাইকমিশনারের সহধর্মীনিসহ হাইকমিশনের উপহাইকমিশনার ও প্রেস কাউন্সিলরও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সার্বিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

হাইকমিশনার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং দু'দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়সহ বহুমুখী সম্পর্ক উন্নয়নে তার সদিচ্ছার কথা জানান।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close