প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৯ এএম (ভিজিট : ১৭৬)
তিন বছর আগে ‘মেকআপ’ সিনেমাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। মুক্তির অনুমতি পেতে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিতে বলা হয়। সেই প্রক্রিয়া শেষে জমা দেওয়ার পর গত ১৭ ডিসেম্বর ছবিটি সিনেমা হলে মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
তবে ‘মেকআপ’ নিয়ে পরিচালক অনন্য মামুন জানালেন, তিনি এই সিনেমাটি নিয়ে কথা বলতে চান না। সিনেমা থেকে দৃশ্য বাদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘মাত্র ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হয় না। প্রাক্তন প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কিছু ছবি ব্যবহার করা হয়েছিল, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে।’
‘মেকআপ’ নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে। সিনেমায় একজন চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ছবিতে তার নাম শাহবাজ খান। এ ছাড়া অভিনয় করেছেন জিয়াউল রোশান, পায়েল মুখার্জি, বিশ্বজিৎ মুখার্জি প্রমুখ।
সময়ের আলো/আরএস/