ই-পেপার সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

নতুন ছয় নাটকে তানিয়া বৃষ্টি
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ২:১৫ এএম  (ভিজিট : ১১৮)
নাটকে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত এক মাসে তার ছয়টি নতুন নাটক ইউটিউবে প্রচারে এসেছে। নাটকগুলো হলো-মহিন খানের ‘বউ দোকানদার জামাই ক্যাশিয়ার’, জুবায়ের ইবনে বকরের ‘আনিস সাহেব’ ও ‘পুতুলের ঘর’, ইশতিয়াক আহমেদের ‘ফিরে এসো অনিন্দিতা’, মিতুল খানের ‘মরতে মরতে বেঁচে গেলাম’ ও রিপন রহমানের ‘ব্রেকআপ বাবু’। এর মধ্যে মহিন খানের ‘বউ দোকানদার জামাই ক্যাশিয়ার’ ১১ লাখেরও বেশি ভিউয়ার্স নাটকটি উপভোগ করেছেন।

নতুন এই ছয়টি নাটকে অভিনয় এবং নিজের আগামী দিনের কাজ প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘মহিন খানের সবশেষ নির্মিত নাটকটির জন্য প্রচারের প্রথম দিন থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। এ ছাড়াও অন্য পাঁচটি নাটকের জন্যও বেশ ভালো সাড়া মিলছে। সত্যি বলতে কী একেকটি নাটকের গল্প একেক রকম। সে কারণেই দর্শক ভিন্নতা পাচ্ছেন। প্রত্যেক পরিচালকের প্রতিই আমার আন্তরিক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা সব নাটকের প্রযোজক, নাট্যকারসহ সব কলাকুশলীবৃন্দের প্রতি। অনেক ভালোবাসা আমার সব ভক্ত দর্শকের জন্য।’ এদিকে শিগগিরই প্রচারে আসছে তানিয়া বৃষ্টি অভিনীত ‘ডিসকো বুয়া’ নাটকটি।

সময়ের আলো/আরএস/





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close