ই-পেপার সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

মাদক কিনতে টাকা না দেয়ায় ছেলের হাতে বাবা খুন
প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:৩১ পিএম  (ভিজিট : ৮২)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা শফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিফাত পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকের টাকার জন্য বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে রিফাতের বাবা শফিকুলকে নিথর অবস্থায় পান।

নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, চাচাতো ভাই রিফাত একজন মাদকাসক্ত। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে রাগারাগি করতো। আজ (রোরবার) দুপুরে ঝগড়ার একপর্যায়ে ছুরি দিয়ে পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। হঠাৎ এই ধরনের নৃশংস ঘটনা ঘটাবে তা আমরা কেউ বুঝতে পারিনি।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, ছেলের হাতে বাবার খুনের বিষয়টা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘাতক ছেলে পলাতক রয়েছে তাকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close