ই-পেপার রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

‘দেশীয় সংস্কৃতি রক্ষায় জাসাস অগ্রণী ভূমিকা পালন করছে’
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:০২ পিএম  (ভিজিট : ৮২)
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ভিনদেশি আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতি রক্ষায় জাসাস অগ্রণী ভূমিকা পালন করছে। সংস্কৃতি মানে শুধু গানবাজনা নয়, সংস্কৃতির একটি জাতিস্বত্বার আত্মপরিচয়ের প্রতিফলন।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখা আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  বলেন, গত ১৫ বছর যারা স্বৈরাচারের দোসর কিংবা তাদের সহযোগী ছিল, যারা মামলা-হামলার ভয়ে ঘরে লুকিয়েছিল, তারা এখন রাস্তায় নেমেছে। অনেকে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির দালাল, চোর-ডাকাত দিয়ে দল ভারী করার চেষ্টা করছে। তারা আবার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। আর মানুষ জানে, দুঃসময়ে কারা বিএনপির প্রকৃত সৈনিক ছিল। কোনো দালাল, চোর-ডাকাত কখনো বিএনপির বা জিয়ার সৈনিক হতে পারে না।

চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশ্রাফ উল্যাহর সঞ্চালনায় এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সাইন্সের অধ্যাপক ড.শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলার আহ্বায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য  আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন (সাবেক চেয়ারম্যান) প্রমূখ বক্তব্য রাখেন। 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close