প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:১৮ পিএম (ভিজিট : ৯২)
ঘটনার মাত্র এক সপ্তাহের ব্যবধানে শিশু কল্পনা হত্যারহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। ইতোমধ্যে কল্পনার হত্যাকারী প্রতিবেশি যুবক ঘাতক নুরজামালকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক নুরজামাল শিশু কল্পনা হত্যাকাণ্ডের স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
পুলিশের দেয়া তথ্য মতে, গত ১৩ ডিসেম্বর শুক্রবার রাত্রে চরমথুর গ্রামের প্রতিবেশি শিশু কল্পনার দু:সম্পর্কের চাচা যুবক নুরজামাল দহপাড়া জালসা থেকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ধর্ষণ চেষ্টার সময় কল্পনা চিৎকার করে। চিৎকারের ফলে ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনা প্রকাশ হওয়ার ভয়ে ঘাতক নুরজামাল কল্পনাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা নিশ্চিত হলে কল্পনার লাশ রাতের আঁধারে ওই লিচু বাগানে রেখে আসে এবং হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে কল্পনার পরনের সালোয়ার খুলে গলার সাথে পেঁচিয়ে রাখে।
পরের দিন সকালে কল্পনার লাশ লিচু বাগানে স্থানীয়রা দেখতে পায়। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় কল্পনার মা তাসলিমা খাতুন চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। চাটমোহর থানা পুলিশ কয়েকটি টিম তদন্ত অব্যহত রাখে। অবশেষে পুলিশ ঘাতক যুবক নুরজামালকে আটক করে জিজ্ঞাসা চালিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে হত্যাকাণ্ডের উদ্দেশ্য উদ্ঘাটন এবং ঘাতককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় যে, ঘাতক যুবক নুরজামাল স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ ঘটনায় সে একা থাকার দোষ স্বীকার করেছে। আর কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
সময়ের আলো/এম