ই-পেপার রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে সমাহিত ওস্তাদ জাকির হোসেন
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৬ পিএম  (ভিজিট : ১৩৬)
যুক্তরাষ্ট্রেই সমাহিত করা হয়েছে প্রয়াত কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনকে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সান ফ্রান্সিসকোর ফার্নউড কবরস্থানে তাকে সমাহিত করা হয়। পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতেই দাফন করা হয় জাকির হোসেনকে। শেষযাত্রায় ড্রাম বাজান তার দীর্ঘদিনের বন্ধু, বাদ্যকর শিবমণি।

নিজের গুরু তথা বড় ভাই জাকির হোসেনের শেষযাত্রায় চোখে জল শিবমণির। এমন একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, জাকির হোসেন চলে গিয়েছেন কিন্তু তার আশীর্বাদ বিশ্বের সব বাদ্যকরের সঙ্গে রয়েছে। জাকির হোসেনের উত্তরাধিকারকে তা ধরে রাখতে হবে।

সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন। ফুসফুসের রোগ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন তিনি। ভারতীয় ধ্রুপদি সংগীতের একজন পুরোধা ওস্তাদ জাকির হোসেনকে। কিংবদন্তি তবলাবাদক আল্লারাখার প্রথম সন্তান জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে ভারতের মুম্বাই শহরে।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close