প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১:০৯ এএম (ভিজিট : ১৯৬)
কয়েক দিন আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি শাড়ি পরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। সেই রেশ না কাটতে আবারও ভিন্নভাবে শাড়ি পরে বিরূপ মন্তব্যের শিকার হলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে হলদে জয়ার নতুন বেশকিছু ছবি। পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পরেছেন জয়া।
শুক্রবার সকালে ফেসবুকের এক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান। ক্যাপশনে জয়া লেখেন, ‘রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সঙ্গে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।’ বলা বাহুল্য, জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মাঝে যে রীতিমতো উত্তাপ ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘শীতের দিনে এমন সাজ, ঠান্ডা লাগে না?’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘বেশি সাহসী রূপে ধরা দিয়েছেন’।
আবার অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘শাড়ি, ব্লাউজটা সুন্দও, তবে বেশি খোলামেলা না হলেও পারতেন।’ তবে জয়ার এই সাজের প্রশংসাও করেছেন অনেকে। পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জয়ার ‘ওসিডি’ এবং দেশে মুক্তির তালিকায় আছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।
সময়ের আলো/আরএস/