প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৬:১৬ পিএম (ভিজিট : ১৫০)
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সি বি জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই নির্মাতার। গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালকের ছেলে সি এফ জামান।
‘উজান ভাটি’সহ বেশ কিছু নন্দিত সিনেমার পরিচালক সি বি জামান। এর আগে গত ১৩ ডিসেম্বর বাসার বাথরুমে পড়ে যান তিনি। এরপর তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়লে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আর ফেরা হলো না এই নির্মাতার।
পারিবারিক সূত্রে জানা যায়, সিলেটের শাহ জালাল দরগাহ শরিফের কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন সি বি জামান। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি সিনেমা পরিচালনায় সম্পৃক্ত ছিলেন তিনি। এ সময়ে তিনি নির্মাণ করেন ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলির (১৯৯০) মতো কালজয়ী সব সিনেমা।