ই-পেপার শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪

নগরকান্দায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়!
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৪ পিএম  (ভিজিট : ৬৮)
ফরিদপুরের নগরকান্দায় ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্টলি গাড়ির সাহায্যে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। জমির মালিকদের নগদ টাকার লোভ দেখিয়ে ফসলি জমির মাটি কিনে, এক শ্রেণির মাটি ব্যবসায়ী বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রি করছে। এছাড়াও ফসলি জমিতে বাড়ি নির্মাণ এবং ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করতে কেনা হচ্ছে এসব মাটি। 

নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পুর্বপাড়া খালের ব্রীজ সংলগ্ন নবা সিকদারের বাড়ির পাশে, মৃত মান্নান সিকদারের ছেলে হাসান সিকদারের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রলি গাড়ির সাহায্যে সেই মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। মাটি ব্যবসায়ী ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পুর্বকান্দি গ্রামের রেজাউল হোসেন, জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। 

স্থানীয়রা জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলাকায় চলছে ভেকু ও ট্রলি গাড়ি। ট্রলির সাহায্যে মাটি যাচ্ছে বিভিন্ন এলাকায়। ট্রলি গাড়ি চলাচলের সময় গ্রামের সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ট্রলির মাটি সড়কের উপর পড়ে থাকায়, সামান্য বৃষ্টি হলেই সড়ক পিচ্ছিল হয়ে ঘটছে ছোট বড় দূর্ঘটনা। সারাদিন ভেকু ও ট্রলি চলতে থাকায় ধুলোবালি চার পাশে ছড়িয়ে পড়ে পরিবেশ দূষিত হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ ও শিশুরা। ভেকু ও ট্রলি গাড়ির শব্দে এলাকায় স্বাভাবিক জীবন যাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

নগরকান্দা উপজেলা সককারী কমিশনার (ভুমি) মো. মাসুম বিল্লাহ বলেন, অবৈধভাবে মাটি কাটলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে লোক প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/এম




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close