প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৫ এএম (ভিজিট : ১০৪)
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আনুমানিক দিবাগত রাত সোয়া ৮ টায় উপজেলার গৌরীপুর-হোমনা সড়কে আঙ্গাউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন (৫৫) উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের কেসরাখোলা গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।
দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গৌরীপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত সোয়া ৮টায় উপজেলার আঙ্গাউড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক্টর যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বিল্লাল হোসেন মারা যান এবং মুকুল নামের একজন যাত্রী আহত হয়েছে। আহত ব্যক্তিকে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটি পালিয়ে যায়। আইনিপ্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সময়ের আলো/আরআই