প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১:৩৮ এএম (ভিজিট : ৭৬)
গোলমুখে দুর্দান্ত সব আক্রমণ ঠেকিয়ে আর্জেন্টিনাকে দুই বছর আগে বিশ্বকাপ জিতিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ৩৬ বছর পর দেশের হয়ে সোনালি ট্রফি পুনরুদ্ধারে বনে গিয়েছিলেন বাজপাখি। ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে গড়ানো সেই রুদ্ধশ্বাস ফাইনালে হয়েছিলেন দলের ত্রাণকর্তা। ঝুলিতে যুক্ত করেছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা। জিতেছেন গোলরক্ষকদের ব্যালন ডি’অর। পেয়েছেন ফিফার স্বীকৃতি। সবমিলিয়ে দেশের জার্সিতে আক্ষেপ করার সুযোগ রাখেননি। তবুও অবসরের আগে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে চোখ অ্যাস্টন ভিলা ক্লাবের অতন্ত্র প্রহরীর।
কয়েক দিন আগেই বয়সটা ৩২ ছুঁয়েছে। পরবর্তী বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৪ বছর। ফলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপে তার খেলা অনুমেয়। গুঞ্জন আছে পরের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেন মেসিও। তাই পরপর দুটি বিশ্বকাপ জয়ের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। যে কারণেই পরের বিশ্বকাপ খেলেই অবসরের যেতে চান মার্টিনেজ।
আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের দুই বছর পূর্তি উপলক্ষে এএফএকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেছেন, ‘এমন কোনো জাতীয় দল আছে যারা পরপর দুবার বিশ্বকাপ জিতেছে? যদি আমি আর্জেন্টিনার হয়ে দুবার বিশ্বকাপ জিততে পারি অবসর নিয়ে নেব। আমি প্রতিজ্ঞা করছি। তোমাদের আজই বলে দিলাম। আমি সেই বিশ্বকাপের পরই অবসর নেব।’ ফুটবল ইতিহাসে পরপর দুটি বিশ্বকাপজয়ী দল হলো ব্রাজিল এবং ইতালি। এর মাঝে ইতালি ১৯৩৪ এবং ১৯৩৮ সালে বিশ্বকাপ জিতেছিল। আর সেলেসাওরা জিতেছিল ১৯৫৮ এবং ১৯৬২ সালে। এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লাওতারো মার্টিনেজদের পাশে বসে হাসতে হাসতে অ্যাস্টন ভিলা গোলরক্ষক যোগ করেন, ‘আমার বয়স মাত্র ৩২। বিশ্বকাপ যখন আসবে তখন সেটি হবে ৩৩ (আসলে ৩৪)। অর্থাৎ তখনও যথেষ্ট তরুণ থাকব।’
সময়ের আলো/আরএস/