ই-পেপার শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪

হাসিমুখে বাড়ি ফেরার অপেক্ষা টাইগারদের
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৪ এএম  (ভিজিট : ৬০)
টেস্ট সিরিজ ড্র ১-১ ব্যবধানে। তবে নিজেদের প্রিয় সংস্করণ ওয়ানডেতে ধবলধোলাই বাংলাদেশ (৩-০)। ক্যারিবীয় সফরটা বলতে গেলে অম্ল -মধুর। পঞ্চাশ ওভারের সিরিজে দারুণ খেললেও ওয়েস্ট ইন্ডিজকে হারানো সম্ভব হয়নি। তবে যে সংস্করণে বাংলাদেশ সবচেয়ে অধারাবাহিক দল সেখানেই বাজিমাত করল।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হতেই যেন সব বদলে গেল। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নেয় বাংলাদেশ। ক্যারিবীয় দ্বীপে এই সংস্করণে প্রথমবার সিরিজ জয়ের রেকর্ড গড়ে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল টাইগারদের। ওপরে যে ছবিটা দেখছেন, সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই সফরের অন্যতম পারফরমার তাসকিন আহমেদ।
শুধু তাসকিনকে অন্যতম বললে ভুলই হবে। যে যখন পেরেছেন, সুযোগ কাজে লাগিয়েছেন শতভাগ। এবার ফেরার পালা। আজ ভোরে ম্যাচটি খেলে দেশের পথে রওনা করবেন জাকের আলী-হাসান মাহমুদরা। নামতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে।

ফেরার আগে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান বলে জানিয়েছেন টাইগারদের ক্যারিবীয় কোচ ফিল সিমন্স। সিরিজের এমন সমীকরণে সবসময় এগিয়ে থাকা দল শেষ ম্যাচে হেরে যায়। তবে বাংলাদেশের কোচ ওই রকম কিছুর পুনরাবৃত্তি চান না। যেভাবেই হোক শেষ ম্যাচে জিতে দেশে ফিরতে চান এই ক্যারিবীয়ান কোচ।
সবাই যখন ৩-০ তে জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার দিকে তাকিয়ে, সিমন্স অপেক্ষায় আছেন আরেকটি ম্যাচ জয়ের। সিমন্সের অপেক্ষা নিজের দেশে নিজের দলকে হারিয়ে হাসিমুখে বাংলাদেশে ফেরার, ‘হোয়াইটওয়াশের ব্যাপারে আমি এখনও কিছু জানি না। আমি জানি দুটি ম্যাচে আমরা জিতেছি, একটি বাকি আছে। বাকি ম্যাচটি জিতলে আপনি এটিকে কি বলবেন আমি জানি না, আমি সেটি নিয়ে কিছু বলব না। আমি শুধু বিশ্বাস করি আমার সিরিজ জিততে হবে এবং সিরিজটি আমরা জিতে নিয়েছি। একই সঙ্গে আমি চাইব জয় দিয়ে সিরিজ শেষ করতে। আমরা যখন ঘরে ফিরব তখন যেন শেষ ম্যাচ জেতার আনন্দ নিয়ে ঘরে ফিরতে পারি।’

বাংলাদেশের সিরিজ জেতায় সিমন্স একটু অবাক হয়েছেন। অবাক হওয়ারও কারণ আছে। বাংলাদেশের চেয়ে কুড়ি ওভারের ক্রিকেটে বেশ শক্তিশালী দল উইন্ডিজ। কিন্তু দল তার প্রত্যাশা ছাড়িয়ে পারফর্ম করেছে। চাওয়ার থেকে পাওয়া বেশি হয়ে যাওয়ায় শিষ্যদের প্রশংসা করে বলেছেন, ‘আমরা যত সহজে ওদের বিপক্ষে জিতে গেছি ব্যাপারটি আসলে তত সহজ ছিল না। ছেলেদের প্রতি টুপি খোলা সম্মান। কেননা তারা সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ হেরে এখানে এসেছে এবং নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে।’

টি-টোয়েন্টিতে দলকে সিরিজ জেতানোর ভূমিকা শামীম হোসেনের। এই লোয়ার অর্ডার দুর্দান্ত ব্যাট করেছেন দুই ম্যাচে। তার ১৩ বলে ২৭ ও ১৭ বলে ৩৫ রানের ইনিংস দুটি বাংলাদেশকে জয়ের উপযোগী সংগ্রহ এনে দিয়েছিল। দলে ফেরা এই ব্যাটারের প্রশংসা করে সিমন্স বলেছেন, ‘শামীম অবশ্যই তার পারফরম্যান্স নিয়ে খুশি হবে। দুই ম্যাচেই সে তা দেখিয়েছে। সে অনুশীলনেও আমাদের দেখিয়েছে সে কি করতে চাচ্ছে। সে ভালো নিয়ন্ত্রণ করতে পারছে, বড় শট খেলছে পারছে। এসব দারুণ লাগছে।’

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close