প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৬ এএম (ভিজিট : ১২৪)
প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই তারকার প্রথম ছবি ‘প্রিয় মালতী’। সিনেমার মুক্তি উপলক্ষে বুধবার বিকালে সিনেমার প্রচারণায় গিয়ে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী। এদিন বিকালে টিএসসিতে হাজির হন মেহজাবীন। সেখানে বিভিন্ন দেয়ালে নিজ সিনেমার পোস্টার সাঁটিয়ে দেন তিনি।
এক পর্যায়ে টিএসসির ডাসের দেয়ালে ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগাতে দেখা যায় মেহজাবীনকে। যে ঘটনায় চরম সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।
ঘটনার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন। এই ঘোষণার কিছুক্ষণ পরই টিএসসিতে হাজির হয়ে নিজ হাতে ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সাঁটিয়ে দেওয়া ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার তুলে ফেলেন মেহজাবীন। এরপর ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়ে পুরো ঘটনার ব্যাখ্যা করেন তিনি। পাশাপাশি ভক্তদের কাছেও দুঃখপ্রকাশ করেন।
মেহজবীন বলেন, ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়। প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণবসত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়।
তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগানোর ঘটনাটি অনাকাক্সিক্ষত ও ভুলবশত দাবি করে মেহজাবীন বলেন, ভুলবশত ও অনাকাক্সিক্ষত অব্যবস্থাপনায় একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি, তনুর মর্মান্তিক ঘটনা ও তার হত্যার ন্যায়বিচারের জন্য চলমান লড়াইয়ের কথা। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি।
সবশেষ এই অভিনেত্রী বলেন, আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে সহযোগিতার জন্য।
সময়ের আলো/আরএস/