ই-পেপার শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪

লাল-সবুজ জার্সিতে খেলার অনুমতি পেলেন হামজা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০:০৩ পিএম  (ভিজিট : ৯৮)
অবশেষে অপেক্ষার পালা ফুরালো। লাল-সবুজ জার্সিতে খেলার জন্য ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। গত সেপ্টেম্বরে বাংলাদেশ দলে খেলার জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনাপত্তিপত্র পায় বাফুফে। এবার বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবুজ সঙ্কেতও এলো। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফিফা হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে।’

এদিকে, ভিডিও বার্তায় বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার ফিফার অনুমতি পাওয়ার কথা নিশ্চিত করেছেন। বাফুফের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমি হামজা বলছি। এত খুশি যে সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। বাংলাদেশের হয়ে খেলার জন্য আমার আর তর সইছে না। আশা করছি, শিগগিরই দেখা হবে।’

জানা গেছে, ফুটবলার হামজা চৌধুরি গত আগস্টেই বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছেন। হামজার পক্ষ থেকে তখন পাসপোর্টটি গ্রহণ করেন তার মা রাফিয়া চৌধুরী। আশা করা হচ্ছে, আগামী বছরের মার্চে এশিয়ান কাপের বাছাইপর্বে লাল-সবুজ জার্সিতে তার অভিষেক হবে।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিল বাফুফে। কারণ হামজা বয়সভিত্তিক স্তরে আন্তর্জাতিক টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন।

সেপ্টেম্বরের শেষদিকে এফএর কাছ থেকে অনাপত্তিপত্র পেলেও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে অনুমতির অপেক্ষায় ছিল বাফুফে। অবশেষে ফিফা থেকে আজ (বৃহস্পতিবার) এসেছে বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ একটি সংবাদ। এখন শুধু লাল-সবুজ জার্সি হামজার অপেক্ষায়।

উল্লেখ্য, ২০০৫ সালে ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। বয়সভিত্তিক ধাপ পার করে ২০১৫ সালে ক্লাবটির মূল দলে জায়গা করে নেন তিনি। এখন পর্যন্ত তাদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৯ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন দুটি, অ্যাসিস্ট করেছেন চারটি। মাঝে ধারে খেলেছেন বারটন অ্যালবিয়ন ও ওয়াটফোর্ডে।

সময়ের আলো/আরআই























https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close