ই-পেপার বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

জাবিতে প্রো-ভিসির অব্যাহতিসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ২:২৯ পিএম  (ভিজিট : ৭৮)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি সোহেল আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়াসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।

সম্প্রতি শেখ মুজিবের গ্রাফিতি মুছে দিয়ে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার দায়ে অমর্ত্য রায় এবং ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এরপর সকাল সাড়ে নয়টা থেকে প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় কোনো প্রশাসনিক কর্মকর্তাকে ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফটকে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ লেখা একটি কাপড়ের ব্যানারও টাঙানো হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো: শেখ মুজিবের গ্রাফিতি মুছে দিয়ে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার দায়ে অমর্ত্য রায় এবং ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর নামে জারি করা গ্রেফতারি পরোয়ানা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, বিগত প্রশাসনের করা স্বৈরাচারী বহিষ্কারাদেশ বাতিল করতে হবে ও প্রো-ভিসি সোহেল আহমেদকে অবিলম্বে প্রো-ভিসি পদ থেকে অপসারণ করতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করছেন, প্রো-ভিসি অধ্যাপক সোহেল আহমেদ ২০১৯ সালের ৫ নভেম্বর ছাত্রলীগের হামলার প্রত্যক্ষ মদতদাতা। তিনি অমর্ত্য-ঋদ্ধর বহিষ্কারের দাবিতে আন্দোলনও করেছেন। এছাড়াও তিনি শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ থাকাকালীন ছাত্রলীগকে লেলিয়ে চাঁদা আদায়ের জন্য কাজ আটকিয়ে দেওয়াসহ নানা দুর্নীতিতে অভিযুক্ত বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, "আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে, অমর্ত্য রায় এবং ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর নামে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুলিশকে ঢুকতে হলে অবশ্যই প্রশাসনের অনুমতি নিতে হবে।"

প্রো-ভিসি অধ্যাপক সোহেল আহমেদের অব্যাহতির বিষয়ে তিনি বলেন, "একজন উপ-উপাচার্যের অব্যাহতির বিষয়ে কোনো এখতিয়ার আমাদের নেই। এটি অ্যাপয়েন্টমেন্ট অথোরিটির বিষয়।"

অবরোধকারীদের একজন, ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারের সংগঠক সজীব আহমেদ বলেন, "আমরা ইউজিসি বা অ্যাপয়েন্টমেন্ট অথোরিটির জন্য অপেক্ষা করতে রাজি না। আমরা প্রো-ভিসি অধ্যাপক সোহেল আহমেদকে ভবনে ঢুকতে দিব না। প্রয়োজনে তাঁর অফিসে তালা ঝুলিয়ে দিব।"


সময়ের আলো/এএ/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close