বগুড়া ৬ আসনের সাবেক সাংসদ রাগিবুল গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৯ পিএম (ভিজিট : ১৫২)
বগুড়া ৬ আসনের সাবেক সাংসদ রাগিবুল হাসান রিপুকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস জানান, বুধবার রাতে র্যাব ১৪ এর একটি দল নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলা সহ মোট ১৩ টি মামলা রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/এএ/