প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ২:০৪ এএম (ভিজিট : ৭৪)
আইসিবি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহকে অবরুদ্ধ করে বহিষ্কার ঘোষণা করেছেন ব্যাংকটির কর্মকর্তারা। বুধবার রাজধানীর কারওয়ান বাজারের টিকে ভবনে অবস্থিত প্রধান কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন ব্যাংকের ৩৩ শাখার ম্যানেজাররা।
আন্দোলনরত ব্যাংকটির ম্যানেজাররা জানান, বাংলাদেশ ব্যাংক তাকে (এমডি শফিক বিন আবদুল্লাহ) পুনর্নিয়োগ না দিলেও তিনি জোর করে অফিস করছিলেন। আমরা তার বহিষ্কার চাই।
অন্যদিকে আইসিবি ইসলামি ব্যাংকের এমডি মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহর বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক তদন্তে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের পাশাপাশি ব্যাংক ও আমানতকারীর স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পায় তদন্ত টিম।
এরই পরিপ্রেক্ষিতে ব্যাংকটির এমডি হিসেবে তার পুনর্নিয়োগের আবেদন নাকচ করা হয়। একই সঙ্গে দ্রুত ব্যাংকটিতে একজন নতুন এমডি নিয়োগেরও নির্দেশনা দেওয়া হয়। গত সপ্তাহে ব্যাংকটির চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে ব্যাংকটির এমডি শফিক বলেন, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ব্যাংক থেকে পুনরায় আবেদন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত ব্যাংক থেকে তাকে এমডি হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়েছে।
সময়ের আলো/আরএস/