১২ মামলার এজাহারনামীয় আসামি
আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান ও তার স্ত্রী গ্রেফতার
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১০:১৪ পিএম (ভিজিট : ১০৪)
জুলাই গণহত্যার ১২ মামলার এজাহারনামীয় আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে জুলাই গণহত্যার ১২ মামলার এজাহারনামীয় আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এম