প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৫০ পিএম (ভিজিট : ৯৪)
নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে পানি সেচে ব্যবহৃত ১২ জন কৃষকের ১৩টি শ্যালো মেশিন চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে উপজেলার গোপালপুর গড়মাটি মরা বিল থেকে এ মেশিনগুলো চুরি হয়।
স্থানীয়রা জানান, মেশিনগুলোর মালিক হলেন গড়মাটি গ্রামের আহসানুল আমিন, নঈম উদ্দিন, মোজাম্মেল হক, খালেদ আলী, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মিলন হোসেন, সাইদুল ইসলাম, রনি আহমেদ, আরমান মোল্লা, মিজানুর রহমান ও ইয়ার আলী। প্রত্যেকের ১টি করে এবং নঈম উদ্দিনের ২টি মেশিন চুরি হয়েছে। পানি সেচের জন্য কৃষি জমিতে মেশিনগুলো বসানো ছিল। ১৩টি শ্যালো মেশিনের আওতায় আনুমানিক ৫০ একর জমিতে থাকা রসুন, পেঁয়াজ, শাক-সবজি, ধনিয়া, মসুর ও গমের জমিতে পানি সেচ দেয়া হতো। বুধবার সকাল ৭ টার দিকে জমিতে পানি সেচ দিতে গিয়ে কৃষকরা তাদের মেশিন দেখতে না পেয়ে আশে-পাশের আখ ক্ষেতসহ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। পরে তারা থানা পুলিশকে অবহিত করে।
স্থানীয়দের ধারণা, মেশিনগুলো খুলে নিয়ে মহাসড়কের পাশে একটি আখ ক্ষেতে একত্রিত করে এবং পরে ট্রাকযোগে সেগুলো নিয়ে পালিয়ে যায় চোরেরা।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সংঘবদ্ধ চোরদের শনাক্ত ও আটক করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।
সময়ের আলো/আরআই