প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৪২ পিএম (ভিজিট : ৮০)
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম বলেছেন, কয়েক দিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে সরকার। দেশে-বিদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অনন্য, সুপরিচিত, মেধাবী ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে এই শিক্ষা কমিশন গঠন করা হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) সাভারের বিরুলিয়ায় ডেফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অধ্যাপক আমিনুল ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীন বিভিন্ন বিভাগের ১০৯ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধিসহ অন্যান্য সব সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তন আনার জন্য কাজ করছে।
শিক্ষার্থীদের উদ্দেশে এম আমিনুল ইসলাম বলেন, ইংরেজিকে একটি বিষয় না ভেবে ইংরেজিতে প্রত্যেককে দক্ষতাসম্পন্ন হতে হবে। ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারলে দেশে ও বিদেশে কর্মক্ষেত্র তৈরি, কর্মদক্ষতা অর্জন, গবেষণা ও অন্যান্য সব কাজে সফলতা অর্জন করতে পারবে।
সময়ের আলো/এম