ই-পেপার বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:০১ পিএম  (ভিজিট : ২২২)
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন আনন্দ বাজার এলাকায় ছুরিকাঘাতে আহত যুবক হাসপাতালে মারা গেছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে আনন্দবাজার সিটি করপোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

নিহত জসিম উদ্দিন (২৫) আনন্দবাজার টিসি কলোনির জয়নাল আবেদীনের ছেলে। তাদের পৈত্রিক বাড়ি ভোলা জেলায়। 

পুলিশ জানায়, সিটি করপোরেশনের ভাগাড় থেকে সংগ্রহ করা ময়লা বিক্রি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে তার শ্বাসনালী কেটে গেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, জসিম করপোরেশনের ভাগাড় থেকে ময়লা বর্জ্য সংগ্রহ করে তা বিক্রির কাজে যুক্ত ছিল। তার বাবাও করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগে কাজ করেন। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, আনন্দবাজার ময়লার ডিপো থেকে ভাত-রুটিসহ নানা খাবার কুড়িয়ে ভাসমান লোকজন, ভিখারিদের কাছে বিক্রি করে জসিম। এই ব্যবসা নিয়ে বিরোধের জেরে খুনের ঘটনা ঘটতে পারে। তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার শ্বাসনালী কেটে যায়। মঙ্গলবার রাতে আহত জসিমকে নগরীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ (বুধবার) ভোরে তার মৃত্যু হয়। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। 

নিহতের পরিবারের অভিযোগ, জসিম বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার চাচা বশির আহমদ সাংবাদিকদের বলেন, আনন্দ বাজারে তাদের বাসা ময়লার ডিপোর কাছে। ডিপোতে নষ্ট ভাত ফেলানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। আমার ভাতিজা বিএনপি নেতা আমির খসরুর অনুসারী। বিএনপি করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close