ই-পেপার বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাট প্রিপেইড মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩:০৬ পিএম  (ভিজিট : ৩৮৬)
জয়পুরহাটে প্রিপেইড বিদ্যুৎ মিটার প্রতিস্থাপন করার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

আলহাজ্ব লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জয়পুরহাট জেলা কমিটির সভাপতি বদিউজ্জামান বদি, বাংলাদেশ সাম্যবাদী দলের সমন্বয়ক আবু মুসা,রিকশা শ্রমিক নেতা মাহফুজ, লেদ ওয়েল্ডিং শ্রমিক নেতা শহিদ সহ বেলাল হোসেন, মাহবুব আলম, ফিরোজ খান, আসলাম হোসেন, দেওয়ান জহুরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

এ সময় বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতিমধ্যে যাদের বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে তাদের মিটারের বিল সংক্রান্ত নানারকম অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই নেসকোর প্রিপেইড বিদ্যুৎ মিটার প্রতিস্থাপন বন্ধ রেখে, বিদ্যুৎ ব্যবহারকারী নাগরিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মিটারের সঠিক তথ্য উপস্থাপন করে প্রিপেইড বিদ্যুৎ মিটার প্রতিস্থাপনের দাবি জানান তারা।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close