প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪:১৫ এএম (ভিজিট : ১২০)
নিউজিল্যান্ডের অন্যতম পেসার টিম সাউদি বিদায় বলে দিলেন টেস্ট ক্রিকেটকে।
মঙ্গলবার ইংল্যান্ডকে সাড়ে ছয়শ ছাড়ানো পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়ে ৪২৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ইতি টেনে দিয়েছেন ১০৭ টেস্ট খেলা এ পেসার।
হ্যামিল্টনে ৬৫৮ রান তাড়ায় চতুর্থ দিনে ইংল্যান্ড মাত্র ২৩৪ রানে অলআউট হয়েছে। এটি ইংল্যান্ডের ইতিহাসে চতুর্থ বৃহত্তম টেস্ট পরাজয়।
তিন ম্যাচের সিরিজ যদিও আগেই জিতে নিয়েছিল ইংল্যান্ড। সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।
নিউজিল্যান্ডের এই জয়টি তাদের ইতিহাসে সর্বোচ্চ রান ব্যবধানের জয়।
সময়ের আলো/আরএস/