ই-পেপার বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

ব্যালন ডি’অরের দুঃখ ঘুচিয়ে ফিফা দ্য বেস্টের মুকুট ভিনিসিয়ুসের মাথায়
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১:০৬ এএম আপডেট: ১৮.১২.২০২৪ ৮:০৮ এএম  (ভিজিট : ১৯৪)
ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির পেছনে থেকে এবারের ব্যালন ডি’অরে দ্বিতীয় হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতেই ভেঙে পড়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে ফিফার বর্ষসেরার পুরস্কার জিতে সেই দু:খ ঘুচিয়েছেন নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। এবারই প্রথম ফিফার এই পুরস্কার জিতলেন ভিনি।

কাতারের দোহায় মঙ্গলবার রাতে অনলাইনে ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়। ইন্টারকন্টিনেন্টাল টুর্নামেন্টের ফাইনাল খেলতে রিয়াল এখন দোহায় অবস্থান করছে বিধায় মঞ্চে উপস্থিত থেকে সেরার পুরস্কার নিয়েছেন ভিনিসিয়ুস।

গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে অনবদ্য অবদান রাখেন ভিনিসিয়ুস। ৩৯ ম্যাচে তার গোল ছিল ২৪টি।

ভিনি পেছনে ফেলেছেন রদ্রি ও জুড বেলিংহামকে। বছরের সেরা কোচ হয়েছেন রিয়ালের কার্লো আনচেলোত্তি। গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্তিনেস। সেরা গোলের জন্য পুস্কাস অ্যাওয়ার্ড পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচো।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close