ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

সেমিফাইনালে বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১:০০ এএম  (ভিজিট : ১৯২)

চলতি মাসের শুরুতেই ছেলেরা জিতেছে অনূর্ধ-১৯ এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্টত্বের মুকুট ধরে রাখে টাইগার যুবারা। এবার লড়ছে ১৯ বছরের মেয়েরা। মালয়েশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার সকালে কুয়ালালামপুরে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে হারিয়েছে ১২০ রানের বড় ব্যবধানে। এতে দুই ম্যাচ থেকে পূর্ণ ৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। জবাবে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে গুটিয়ে যায় মালয়েশিয়ার মেয়েরা। মালয়েশিয়ার ইনিংসে কেউ দুই অঙ্কের রানও ছুঁতে পারেনি। সর্বোচ্চ ৫ রান করেন উদ্বোধনী ব্যাটার নূর আলিয়া বিনতি মোহদ হাইরুন। এ ছাড়া ইরদিনা বেহ নাবিল ৩, নূর ইজ্জাতুল সাইয়াফিকা ৩, সুবিকা ১, নূর আইন বিনতি রোসলান ১, নুরিমান হিদায়াহ ২, নূর ইসমা দানিয়া বিনতি মোহদ দানিয়েল ১ ও নূর আলিয়া বাত্রিসিয়া নুরমিজান করেন ১ রান। বাকিরা সবাই আউট হন শূন্যরানে।

বল হাতে বাংলাদেশের নিশিতা আক্তার নিশি ৩.৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। হাবিবা ইসলাম ৪ ওভারে ১ মেডেনসহ ৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। আনিসা আক্তার সোবা ৪ ওভারে ১ মেডেনসহ ৫ রান দিয়ে নেন ২ উইকেট।

এর আগে বাংলাদেশের ইনিংসে জান্নাতুল মাওয়া ৪ চারে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন। সাদিয়া আক্তার ৩ চার ও ১ ছক্কায় খেলেন অপরাজিত ৩১ রানের ইনিংস। আর ফাহমিদা ছোয়া ২১ বলে ৩ চারে করেন ২৬ রান। এ ছাড়া মোসাম্মাত ইভা ১৯ ও সুমাইয়া আক্তার করেন ১২ রান।

মালয়েশিয়ার মারসিয়া কিস্তিনা বিনতি আবদুল্লাহ ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর নূর ইসমা দানিয়া ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২টি উইকেট। অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন বাংলাদেশের জান্নাতুল মাওয়া। বৃহস্পতিবার থেকে শুরু হবে সুপার ফোরের খেলা।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close