ই-পেপার বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

পেছাল অ-১৯ নারী সাফ
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৫২ এএম  (ভিজিট : ৭২)
আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। তবে আপাতত এই সময়ে টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে না। কয়েক দিন আগেই সেটি স্থগিত করে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন।

এএফসি ২০২৫ সালের সূচি পুনর্বিন্যাসের কারণেই সাফ কর্তৃপক্ষ ২০২৫ সালে অনুষ্ঠেয় নিজেদের সব প্রতিযোগিতার নতুন তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছিল।

তাই এই আসরটি প্রায় পাঁচ মাস পিছিয়ে ১-১১ জুলাই নতুন দিনক্ষণ ঠিক করা হয়েছে। সময় পেছালেও ভেন্যু থাকছে বাংলাদেশেই। মঙ্গলবার সাফের ভার্চুয়াল সভায় নেওয়া হয় এমন সিদ্ধান্ত।

মূলত এএফসির সূচি পরিবর্তন হওয়ায় সাফের সূচিতেও পরিবর্তন এসেছে। সিদ্ধান্ত হয়েছে অন্য খেলা নিয়েও। ছেলেদের অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের স্বাগতিক ভারত ঠিক থাকলেও নতুন সূচি ৮ থেকে ১৮ মে পর্যন্ত। অনূর্ধ্ব-১৭ নারী ও ছেলেদের টুর্নামেন্টও পিছিয়েছে। এই দুই টুর্নামেন্টের স্বাগতিক ঠিক না হলেও সময় চূড়ান্ত হয়েছে। অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্ট ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর ও ছেলেদের টুর্নামেন্ট ১৭ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আসছে নতুন বছরে ছেলেদের সিনিয়র সাফ হওয়ার কথা। হোম অ্যান্ড অ্যাওয়ে নাকি নির্দিষ্ট একটি ভেনুতে টুর্নামেন্টভিত্তিক খেলা হবে এ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে ১০ জানুয়ারি সাফের নির্বাহী সভায়। এই সভা হবে নেপালের কাঠমান্ডুতে।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close