ই-পেপার শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪

২৬-এর শুরুতে জাতীয় নির্বাচন, সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ এএম  (ভিজিট : ৮৬)
ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনই প্রাধান্য পেয়েছে। তিনি সংস্কারের কথাও বলেছেন। কিন্তু সেই সংস্কারকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে নির্বাচনকেই গুরুত্ব দিয়েছেন তিনি। কিন্তু অন্তর্বর্তী সরকার এখনও কোনো রোডম্যাপ দেয়নি।

মঙ্গলবার সময়ের আলো থেকে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি নির্বাচন নিয়ে বলেছেন, আমি সব প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদের যদি, আবার বলছি ‘যদি’, অল্পকিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়; তা হলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তা হলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, ২০২৫ সালের শেষদিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।

বিলম্বিত হলেও অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ ছিল, তা বিবেচনায় নিয়ে ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছে দেশের রাজনৈতিক দলগুলো।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেরই আশা ছিল এবার ‘নতুন’ এক বাংলাদেশকে দেখা যাবে। সাধারণ মানুষের সবচেয়ে বড় চাওয়া ছিল নিত্যপণ্যের উচ্চমূল্যে লাগাম টানা। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না বলে মনে করছেন বিজ্ঞজনরা। দ্রব্যমূল্য নিয়ে প্রধান উপদেষ্টা জনগণকে স্বস্তি দেওয়ার জন্য নানা উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। তবে নাগরিকদের নিরাপত্তার উন্নতি হচ্ছে। আর অর্থনৈতিক পরিস্থিতিও সুচিন্তিতভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। অর্থনৈতিক অপরাধ কমেছে। সরকার প্রায় সব রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে আনতে পেরেছে।

আমরা মনে করি, এই প্ল্যাটফর্ম থেকে ঐকমত্যের ভিত্তিতেই পথ বের করতে বেশি সময় লাগবে না।
জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তাই অতিদ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমরা প্রত্যাশা করি, সরকার জনগণের সামনে তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করবে, এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়াবে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close