প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৭ পিএম (ভিজিট : ৭৪)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসার ২০২৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উম্মুল ক্বোরা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ইবতেদায়ী প্রধান আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার সভাপতি সালাহউদ্দিন আইয়ূবী।
সংবর্ধনা অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কসবা পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার নুরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অত্র মাদ্রাসার সুপার মাসুদুর রহমান জাইদী, সহ-সুপার ও কসবা মডেল মসজিদের খতিব মাওলানা সাইদ আহমেদ, আড়াইবাড়ি সাঈদীয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. সাঈদ মো. ফারুক, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি গোলাম সারোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা পশ্চিম ইউনিয়নের সেক্রেটারি গোলাম সাদেক, আব্দুল জাব্বার মাস্টার, ডা. এম এ কাদের (মিয়াচান), খন্দকার জাহাঙ্গীর, ম্যানেজিং কমিটির সদস্য সফিউল্লাহ, মিয়া এবং অত্র মাদ্রাসার শিক্ষকমন্ডলী।
উল্লেখ্য মাদ্রাসাটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ২টি শিফটে ক্লাস হয়। প্রথম শিফটে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত এবং ২য় শিফটে ৬ষ্ঠ থেকে দাখিল পর্যন্ত পাঠদান করা হয়। প্রতিষ্ঠাকাল থেকেই প্রতিনিয়ত ভালো ফলাফলের গৌরব অর্জন করে আসছে।
বক্তারা মাদ্রাসাটির সর্বোপরি সফলতা কামনা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
সময়ের আলো/এএ/