প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৭:০২ এএম (ভিজিট : ৮২)
এবার কোস্ট গার্ডের অপারেশন অফিসার হয়ে স্ক্রিনে আসছেন এবিএম সুমন। উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ সুরক্ষার দায়িত্বে থাকা এই বাহিনীর গৌরবগাথা অধ্যায় দেখা যাবে ‘উপকূল’ নামে ফিকশনে। গল্পনির্ভর এই ফিকশনটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। দেশের ভোলা, মোংলার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।
নির্মাতা জানান, দেশের প্রায় সব উপকূল অঞ্চলে এর শুটিং হচ্ছে। কোস্ট গার্ডের বিশেষ উপলক্ষে ফেব্রুয়ারিতে এটি মুক্তি দেওয়া যাবে। সুমনসহ আরও কয়েকজন শিল্পী এতে অভিনয় করেন।
নির্মাতা বলেন, ‘গল্পের মধ্যে কোস্ট গার্ডের সমুদ্রে অপারেশন, উদ্ধারকার্য, সমুদ্রের সঙ্গে তাদের সম্পর্ক, আবেগ সবকিছু ফিল্মের মতো তুলে ধরা হবে।’ এর আগে ঢাকা অ্যাটাক ও অন্তর্জাল সিনেমায় চৌকস গোয়েন্দা অফিসার হিসেবে দেখা গিয়েছিল সুমনকে।