প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২:০১ এএম (ভিজিট : ৪৬)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপ। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ফুল দিতে আসেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। এ সময় ফুল দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দলটির ১০ জন নেতাকর্মী আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলার প্রস্তুতি চলছে। সংঘর্ষ চলাকালে সোনারগাঁ থানার ওসিসহ পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি।
জানা যায়, দীর্ঘদিন ধরে অধ্যাপক মো. রেজাউল করিম ও আজহারুল ইসলাম মান্নানের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছে। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেন, প্রশাসন আমাদের সময় বেঁধে দিয়েছেন। আমরা আমাদের নির্দিষ্ট সময়ে ফুল দিয়ে ফিরে যাওয়ার সময় অতর্কিতভাবে হামলা চালায় আমার নেতাকর্মীর ওপর।
সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, রেজাউল করিমের লোকজন শহীদ মিনারে ফুল দিতে এসে উসকানিমূলক কথা বলার কারণে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। লাঠিসোটা নিয়ে হামলা করার কারণে আমাদের লোকজন আহত হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা সামনে দাঁড়িয়ে থেকে নিয়ন্ত্রণে নিয়েছি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানান, উপজেলা পরিষদ চত্বরে কোনো ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেনি। যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেননি।
সময়ের আলো/জেডআই