ই-পেপার মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪
মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৩ পিএম  (ভিজিট : ১৭৪)
দেশের রংপুর ও তার আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।

তিনি জানান, ভূমিকম্পনটি রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে, তবে ভূমিকম্পনের পরবর্তীতে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গেল ২৬ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। সে সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে এবং এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

এছাড়া ২১ নভেম্বর দুপুরের দিকে রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। ওই ভূকম্পনের স্থায়িত্ব ছিল ২৭ সেকেন্ড। রংপুর মহানগর থেকে দূরে সদর উপজেলা এলাকায় ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। উৎপত্তিস্থল বিবেচনায় সেটি রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close