ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

সিএনজির সাথে সংঘর্ষে বাইক চালক ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৪ পিএম আপডেট: ১৬.১২.২০২৪ ৮:০৪ পিএম  (ভিজিট : ৬৫)
টাঙ্গাইলের সখীপুরে সিএনজির-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রমজান আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় সঙ্গে থাকা আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বাবা-ছেলে একত্রে অসুস্থ নানীকে দেখতে যাওয়ার পথে মর্মান্তিক এই দুর্ঘটনার কবলে পড়েন। সোমবার (১৬ ডিসেম্বর) সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আজ (সোমবার) সকালে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সিংলাপাড়া থেকে বাবা-ছেলে একত্রে মোটরসাইকেলে কালিহাতী যাওয়ার উদ্দেশ্যে সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রমজান আলী ঘটনাস্থলেই মারা যান। এসময় নিহতের বাবা মো. রুস্তম আলীকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায়, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close